0
Your Cart
No products in the cart.

humanity
starts with
we need your help know more us Charity expert team member
join with us
humanity
starts with
we need your help know more us Charity expert team member
join with us
There are many variations of passages available, but the majority have suffered alteration.
20+
years of experience
জীবনের গল্পটা অন্য রকম।

জান্নাতুল জাফরীন জুহী

আমার ছোট মেয়ে জান্নাতুল জাফরীন জুহীর ক্যান্সার চিকিৎসা নিয়ে ভারতের মুম্বাই "টাটা মেমোরিয়াল সেন্টার ও হাসপাতাল (টিএমসি)" এর কিছু কথা। ২০১৭ সালের ডিসেম্বর মাস, আমার ছোট মেয়ে জান্নাতুল জাফরীন জুহির বয়স তখন সাড়ে ৫ বছর। এই বয়সে মেয়েটা মাঝে মধ্যে হাটাহাটির সময় অল্প পরিমান ইনব্যালেন্স হয়ে হাটে। হঠাৎ জুহী কয়েক দিন ধরে মাথা ব্যাথা বলে রাতে কান্নাকাটি শুরু করলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পেড্রিটিয়াক বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল মান্নানের নিকট তখন নিয়ে গেলাম ল্যাবএডে।
Our best service

Give a Future Full Of Choices

Prof. Dr. Md. Raziul Haque

MBBS(DMC), FCPS (S), MS ( Neurosurgery)

President: Brain Foundation Dhaka, Bangladesh
WhatsApp Image 2025-03-01 at 12.42.17 AM (2)
WhatsApp Image 2025-03-01 at 12.39.05 AM (1)
WhatsApp Image 2025-03-01 at 12.42.16 AM (4)
WhatsApp Image 2025-03-01 at 12.42.15 AM
WhatsApp Image 2025-03-01 at 12.42.16 AM (1)
WhatsApp Image 2025-03-01 at 12.42.16 AM (5)

নিউরোসার্জারী অপারেশন ও নিউরোলজি চিকিৎসার জন্য দেশের অগনিত মানুষ প্রতি বছর প্রতিবেশী দেশ ভারতের মুম্বাই, চেন্নাই, ভেলোর, কোলকাতা, দিল্লীতে গমন করে আনন্দ ময় ভ্রমণ করে থাকেন।

বাংলাদেশের সাধারন মানুষের চিকিৎসার জন্য বিশ্বমানের একটি নিউরোসাইন্স বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করার স্বপ্ন দেখছে, “বাংলাদেশ রিসার্চ ইনস্টিটিউট ফর নিউরোসাইন্স ফাউন্ডেশন” (ব্রেইন ফাউন্ডেশন), ঢাকা।

আপনার ও আমার প্রচেষ্টায় “ব্রেইন ফাউন্ডেশন” কতৃক নিউরোসাইন্স বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা গেলে দেশের নিউরোলজি রোগের রোগীরা বেঁচে থাকবে সকলের ভালোবাসায়। আপনার ও আমার স্বপ্ন ও চেষ্টা একদিন নিশ্চয় সত্যি হবে।

এই উদ্দ্যোগের সাথে নিশ্চয় অনেকেই যুক্ত হবেন, সেইদিন জয় করবো, আমি সেটাতেই আশাবাদী।

সকলের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, “ব্রেইন ফাউন্ডেশন”এর নির্বাহী কমিটির চেয়ারম্যান প্রখ্যাত নিউরো সার্জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারী বিভাগের সাবেক অধ্যাপক ডাঃ মোঃ রাজিউল হক স্যারের ইচ্ছা ও উদ্যোগে দেশের সাধারন মানুষের কল্যাণে সামাজিক সেবামুলক প্রতিষ্ঠান “ব্রেইন ফাউন্ডেশন” গড়ে তোলা হয়েছে।

অধ্যাপক ডাঃ মোঃ রাজিউল হক স্যারের কতিপয় অনুরাগী ও শুভাকাংখী সংশ্লিষ্ট কয়েকজন মানুষ দের পরামর্শ নিয়েই “বাংলাদেশ রিসার্চ একাডেমিক ইনষ্টিটিউট ফর নিউরো সাইন্স ফাউন্ডশন” সংক্ষেপে “ব্রেইন ফাউন্ডেশন” এর স্বপ্ন বাস্তবায়নের পদযাত্রা এগিয়ে চলছে।

সে অনেক কথা। অনেক সিটিং, অনেক মিটিং, অনেক চা-নাস্তা খাওয়া। যেহেতু এই প্রতিষ্ঠানের প্রথম দিন থেকেই আমি সংশ্লিষ্ট, তাই অনেক কিছুই জানি। সেই শুরুর সময়টাই অধ্যাপক ডাঃ মোঃ রাজিউল হক স্যার, অনেক লোককেই বলেছিলেন, তাদের বেশীর ভাগ মানুষ এখনো আছেন আমাদের সাথে। ডাঃ মোঃ রাজিউল হক স্যার থামেননি, তিনি নিচের ছবির সকল মানুষগুলোর ঐকান্তিক সহযোগিতা ও পরামর্শে শুরু করেন এবং ঠিকই একদিন সমাজ সেবা অধিদপ্তর থেকে সংগঠনের নিবন্ধন পেয়ে যাই আমরা। এই জন্য যে কতবার সমাজ সেবা অধিদপ্তরে গেছি, সে কথা আজ নাই বা বললাম। আমার খুশির জায়গা টি হল, অধ্যাপক ডাঃ মোঃ রাজিউল হক স্যার আমাকে খুব বিশ্বাস করেন আর ভরসা রাখেন।

তিনি আমাকে বলেন,
আমি বুঝি, আপনি অনেক সমাজিক, আপনার সাথে পরিচয় আছে ব্যাপক মানুষের। আমি এই চিকিৎসা পেশাতে যুক্ত হবার পর থেকে ব্যাস্ততার জন্য কেমন করে একটা অসামাজিক জীবনে যেনো রুপান্তরিত হয়ে পরেছি। দেশের মানুষের উপকার হবে, এই মহৎ প্রচেষ্টার পথ অনেক এগিয়ে যাবে সাথে আপনি থাকলে, আমার ওপর অধ্যাপক ডাঃ মোঃ রাজিউল হক স্যারের এই আস্থার কারণে ধন্য ও কৃতজ্ঞ আমি। স্যারের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালবাসা রইলো।

‘ব্রেইন ফাউন্ডেশন’ কমিটি পরিচালনার জন্য সবাই মিলে অধ্যাপক ডাঃ মোঃ রাজিউল হক স্যারকে একক দায়িত্ব দিই আমরা। কারণ তাঁর মেধা, সততা, দক্ষতা, পরিচিতি ও অতুলনীয় আগ্রহ, তিনি যা পেরেছেন, তা পারতাম না আমরা। অধ্যাপক ডাঃ মোঃ রাজিউল হক স্যারকে আমরা বাকি সদস্যরা সব সময় ইতিবাচক উৎসাহ দিয়েছি।
অধ্যাপক ডাঃ মোঃ রাজিউল হক স্যার কে কোন কাজের জন্য কখনো কোন প্রশ্ন করেন নি। দরকার হলে শুধু একটু কথা বলেছি ফোনে। তাইতো অল্প সময়ে “ব্রেইন ফাউন্ডেশন” পরিচিতি লাভ করেছে। “ব্রেইন ফাউন্ডেশন” এটা একটা মানবিক ফাউন্ডেশন আর ১০টা সামাজিক এসোসিয়েশনের মতো নয়। “ব্রেইন ফাউন্ডেশন” এ চাইলে অনেক কিছু করা যায় না। অনেক নিয়মের জটিলতা আছে। অনেক কঠিন আইন আছে।

“বৈশ্বয়িক করোনা” এর কারণে সারা বিশ্ব যখন শোকাচ্ছন্ন ও কিংকর্তব্য বিমূঢ় ও সকলে দিশেহারা। আমরা যখন বসতে পারিনি করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলে নব উদ্দ্যমে নেমে পরি মাঠে, কিছুতেই বিফল হতে দিইনি। আবার বসা শুরু করি, আর সেই দিন নিজেরা অনেক কিছু বলাবলি করি। যাঁরা চলার পথে অনেকে সুন্দর মতামত দিয়েছেন,সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যাঁরা, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন।
জেমী হাফিজ
২/৮/২০১৯

President: Brain Foundation Dhaka, Bangladesh

Prof. Dr. Md. Raziul Haque

Vice Chairman

Dewan Mohammad Hanjala

Treasurer

Jemey Hafiz

Donate us

Help And Donate Us

Latest news

Latest News and Articles from Welowe